Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১ ডিসেম্বর পর্যন্ত


২৭ নভেম্বর ২০১৯ ২২:০৩

ঢাকা: আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর করা হয়েছে। ৩০ নভেম্বর, শনিবার সরকারি ছুটি থাকায় রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২৫ নভেম্বর) এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপনও জারি করে এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ নভেম্বর সরকারি ছুটি হওয়ায় সারাদেশের সবগুলো সার্কেল অফিস ও কর কমিশনারদের নির্দেশনা দিয়ে একটি চিঠি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সেই চিঠিতে পহেলা ডিসেম্বরে করদাতাদের কাছ থেকে রিটার্ন জমা নেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালন করার জন্য প্রত্যেক সার্কেল অফিস ও কর কমিশনারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়কর জমা দেওয়া রিটার্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর