সৌদি আরবে নির্যাতিত গৃহকর্মী হোসনা দেশে ফিরেছে
২৮ নভেম্বর ২০১৯ ০০:৫৫
ঢাকা: সৌদি আরবে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হবিগঞ্জের গৃহবধু মোছা. হোসনা আক্তার দেশে ফিরেছেন।
বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমানে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে তাকে এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে সরাসরি হবিগঞ্জে যাবে বলে জানা গেছে।
এর আগে হোসনার স্বামী শফিউল্লাহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের বরাত দিয়ে জানান, রাত ১১টায় সৌদি এয়ারলাইন্সের (এসভি ৮০৪) একটি বিমানযোগে সৌদি আরবের রিয়াদ থেকে হোসনাকে দেশে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, ভিডিওবার্তার মাধ্যমে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি জানান সৌদি আরবে নির্যাতিত হোসনা। তার ভিডিওবার্তা ও স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শ্রমকল্যাণ উইং হোসনাকে উদ্ধার করে সেইফ হোমে নিয়ে যায়। সেইফ হোমে নেওয়ার পর বুধবার রাতে তাকে দেশে পাঠানো হয়।