Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রণোদনা চালু করায় রেমিট্যান্স বেড়েছে: অর্থমন্ত্রী


২৮ নভেম্বর ২০১৯ ০৩:১২

ফাইল ছবি: আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, গত চার মাসের তুলনায় চলতি মাসে এর পরিমাণ অনেক বেশি।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জনসেবার অংশ হিসেবে রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। বিশ্বের যেকোনো দেশ থেকে কেউ যদি রেমিট্যান্স পাঠান, তাহলে তিনি ২ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছেন।’
তবে সংযুক্ত আরব আমিরাত থেকে আশানুরূপ রেমিট্যান্স দেশে আসছে না বলেও জানান আ হ ম মুস্তাফা কামাল বলেন, ‘যে পরিমাণ রেমিট্যান্স সেখান থেকে আসা উচিত সে পরিমাণ আমরা পাচ্ছি না। কারণ, অনেকেই ভিন্ন পথে (অবৈধ) রেমিট্যান্স পাঠায়।’

ভিন্ন পথে রেমিট্যান্স পাঠালে ভবিষ্যতে এর বিরূপ প্রভাব পড়বে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো না কোনো সময় দেশে বাড়িঘর অথবা ব্যবসা বাণিজ্য করবে তারা। তখন প্রশ্ন করা হবে, ট্যাক্স দাবি করা হবে।’

সংযুক্ত আরব আমিরাত থেকে সহজে ও কম খরচে রেমিট্যান্স পাঠাতে জনতা ব্যাংকের সঙ্গে ইউএই’র এ কে ব্যাংকের একটি চুক্তি সই হবে বলে জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর