Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি লিটন হত্যা মামলার রায় ঘিরে আদালতে কড়া নিরাপত্তা


২৮ নভেম্বর ২০১৯ ১০:৪৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১২:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল লিটন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে জেলা আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম শফিক জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে  এমপি লিটন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। তারা ন্যায় বিচার প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদও ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি সুন্দরগঞ্জের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে গুলিতে নিহত হন সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ১ জানুয়ারি নিহতের বড় বোন ফাহমিদা কাকুলি বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।

এছাড়া হত্যার কাজে ব্যবহৃত গুলিভর্তি পিস্তুত উদ্ধারের ঘটনায় অস্ত্র আইন মামলায় সুন্দরগঞ্জ থানায় আরেকটি মামলা করে পুলিশ। হত্যা মামলায় প্রধান অভিযুক্ত কাদের খানসহ চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরও পড়ুন: এমপি লিটন হত্যা: অস্ত্র মামলায় কাদের খানের যাবজ্জীবন সাজা

এমপি লিটন হত্যা হত্যা মামলার রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর