Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ১


২৮ নভেম্বর ২০১৯ ১২:৩১

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম মঞ্জু ওরফে কানা মঞ্জু (৩৪)। বুধবার (২৮ নভেম্বর) রাতে উপজেলা লক্ষণা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ওই কিশোরীর মা বাড়ির পাশে গোয়ালঘরে গরুর খাবার দিতে গেলে রান্নাঘরে সে একাই ছিল। এসময় প্রতিবেশী কালু (১৯) ও কালুর মামা মঞ্জু রান্নাঘরে ঢুকে কিশোরীর মুখ চেপে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী চিৎকার করলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) রাতে মঠবাড়িয়া থানায় কালু ও মঞ্জুকে আসামি করে মামলা করেন কিশোরীর বাবা।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। কালুকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া কিশোরীর ডাক্তারি পরীক্ষাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কিশোরী ধর্ষণ গণধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর