Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী


২৮ নভেম্বর ২০১৯ ১৪:৪৫

বগুড়া: বগুড়ায় ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত জামাল একজন পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হরিসাড়া গ্রামে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়া সদরের এরুলিয়া বাজারের উত্তর পাশে এই ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন তারা। পরে তার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নেওয়ার দাবি জানালে তাদের কাছে তা হস্তান্তর করা হয়।

জামাল উদ্দিনের ভাতিজা ছহিমুদ্দিন জানান, বগুড়া থেকে পেঁয়াজ কেনার উদ্দেশে ভোরে মোটরসাইকেল যোগে দুপচাঁচিয়া পর্যন্ত আসেন তার চাচা। এরপর দুপচাঁচিয়া থেকে সিএনজি অটোরিক্সা যোগে বগুড়ায় যাচ্ছিলেন। পথে এরুলিয়া বাজারে পৌঁছলে একটি ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজা জানিয়েছেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পেঁয়াজ পেঁয়াজ ব্যবসায়ীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর