ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার
২৮ নভেম্বর ২০১৯ ১৫:২৮
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম শামীম মোস্তাফিজুর রহমানের গ্রেফতারের তথ্য নিশ্চিত করে সারাবাংলাকে জানান, মোস্তাফিজুরের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপি নেতা হাফিজউদ্দিন গ্রেফতার
তিনি আরও বলেন, গত ২৬ নভেম্বর হাইকোর্টের সামনে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদনের শুনানি শুরু হয়। সেসময় হাইকোর্ট এলাকায় জমায়েত হয় বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকনকেও গ্রেফতার করে পুলিশ।
গত ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে নেতাকর্মীরা অবস্থান নেয়। সে সময় ওই এলাকার নিরাপত্তায় পুলিশ মোতায়েন রাখা হয়। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা যেন কোর্টের ভেতরে প্রবেশ করতে না পারে সে জন্য ফটকে তালা লাগানো হয়। পরে এক পর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ কর্মীরা সটকে পড়ে।
আরও পড়ুন: খায়রুল কবির খোকনকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার