Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার শুরু এনডিএফ বিডি কোর ১.০ বিতর্ক প্রতিযোগিতা


২৮ নভেম্বর ২০১৯ ১৫:৫২

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এনডিএফ বিডি কোর ১.০ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগ শাখায় এই প্রতিযোগিতা শুরু হবে। এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথমবারের মতো এই অনুষ্ঠানে আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিটির বিতার্কিক ও সংগঠকদের নিয়ে গঠিত মোট ১৬টি বিতর্ক প্রতিযোগিতার দলসহ অন্তত ২০০ জন অংশ নিবেন। তারা আসবেন ঢাকা, খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটসহ বিভিন্ন অঞ্চল থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাবা হামিদা আলি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চ্যানেল আই এর বার্তা সম্পাদক মীর মাশরুর জামান রনি, সারাবাংলা ডটনেট এর নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান, এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব।

আরও থাকবেন এনডিএফ বিডি কোর ১.০ জাতীয় বিতর্ক প্রতিযোগিতার কনভেনার বিএম আফসান আক্তার এ্যানিসহ আরও অনেকে।

এনডিএফ বিডি বিতর্ক উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর