Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের এখনও উপযুক্ত সময় আসেনি: মওদুদ


২৯ নভেম্বর ২০১৯ ১৫:০০

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এখন সারাদেশের মানুষ আন্দোলন চায়। আন্দোলন যাওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে এখনও আন্দোলনের উপযুক্ত সময় আসেনি।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও ৪২ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘বর্তমান সরকারের অবস্থা খুব নাজুক। যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে সরকার রাষ্ট্র পরিচালনা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। বিভিন্ন খাতে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে। কারণ, এই সরকার অনির্বাচিত; যার কারণে তাদের মধ্যে কোনো নৈতিক নেই। ১১ বছর অতিবাহিত হয়ে গেছে। মানুষ এখন পরিবর্তন চায়।’

বর্তমানে বিভিন্ন অভিযান পরিচালনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন যে দুর্নীতিবিরোধী চলেছে, তা লোক দেখানো। অভিযান শেষ হয়ে গেছে। সম্রাট, শামীমের মতো হাজার সন্ত্রাসী যুবলীগ-ছাত্রলীগের মধ্যে রয়েছে। তাদের দমন করতে পারছেন না সরকার।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আশা করছি, মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়া জামিন পাবেন। যদি জামিন না পান তাহলে বুঝব রাজনৈতিক প্রভাবের কারণে দেওয়া হচ্ছে না।’

বাংলাদেশ লেবার পার্টির ঢাকা দক্ষিণের আহ্বাবায়ক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

আন্দোলন বিএনপি মওদুদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর