Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলেঙ্গানায় ধর্ষককে জীবন্ত পুড়িয়ে মারার দাবি


২৯ নভেম্বর ২০১৯ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের তেলেঙ্গানায় এক নারী পশু চিকিৎসককে ধর্ষণের পর তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই ঘটনা ঘটার পর ধর্ষিতার মা শুক্রবার (২৯ নভেম্বর) দাবি করেছেন, তার মেয়ের ধর্ষক ও হত্যাকারীদের যেনো জনসম্মুখে জীবন্ত পুড়িয়ে মারার শাস্তি দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

তিনি আরও বলেন, পুলিশ সময়মতো পদক্ষেপ নিলে তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটতো না। আমার মেয়ে ছিল নির্দোষ তার সাথে যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদেরকে জনসম্মুখে জীবন্ত পুড়িয়ে মারার শাস্তি দাবি করেছেন।

তবে, সাইবারাবাদ পুলিশ এই ঘটনায় চার অভিযুক্তকে আটক করেছে। তার মধ্যে প্রধান সন্দেহভাজন লরি চালক মোহাম্মাদ পাশাও রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) গাছিবৌলি থেকে ফেরার সময় তন্দাপল্লি টোলপ্লাজা থেকে নিখোঁজ হন ওই নারী পশু চিকিৎসক। পরে তার পরিবারের পক্ষ থেকে নিকটস্থ পুলিশ স্টেশনে অভিযোগ করার জন্য গেলেও পুলিশ তাদেরকে জানায় ওই এলাকা তাদের আওতায় নয়, তাদেরকে শামসাবাদ থানায় যাওয়ার পরামর্শ দেন।

পরে পুলিশ তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে ভোর চারটা পর্যন্ত অভিযান চালিয়েও ওই নিখোঁজ নারীকে উদ্ধার করতে সক্ষ হয়নি। ওই নারীর ছোট বোন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, এক থানা থেকে আরেক থানায় যাওয়ার জন্য তাদের অনেক সময় নষ্ট হয়েছে। তার মধ্যে উদ্যোগ নেওয়া হলে হয়তো বোনকে জীবিত উদ্ধার করা যেত।

তেলেঙ্গানা ধর্ষণ পুড়িয়ে মারা ভারত হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর