Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্পতরু’র ভরতনাট্যম নৃত্যোৎসব ‘রঙ্গার্পণ’


২৯ নভেম্বর ২০১৯ ১৭:১৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ১৭:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভরতনাট্যম নৃত্যোৎসব। উৎসবের শিরোনাম ‘রঙ্গার্পণ’। আয়োজনটি করছে দেশের নামকরা সাংস্কৃতিক সংগঠন কল্পতরু। দীর্ঘ সময় ধরে সংগঠনটি কাজ করছে নৃত্য নিয়ে। বিশেষ করে নবীন নৃত্যশিল্পীদের তুলে আনা সংগঠনটির অন্যতম একটি কাজ।

আগামী ২ থেকে ৪ ডিসেম্বর তিনদিনের এই উৎসবে ভরতনাট্যম পরিবেশন করবেন যথাক্রমে শুদ্ধা শ্রীময়ী দাস, শাম্মি আখতার এবং জুয়েইরিয়াহ মৌলি। দেশে এবং দেশের বাইরে উল্লেখযোগ্য নানান উৎসবে, আয়োজনে এই তিন নৃত্যশিল্পী অংশ নিয়েছেন নানান সময়ে এবং দর্শক আর নৃত্যগুরুদের প্রশংসাও কুড়িয়েছেন।

এই উৎসবে বিশ্বে কর্ণাটকী সঙ্গীতের জন্য বিখ্যাত এমন যন্ত্রসঙ্গীত শিল্পীরাও উপস্থিত থাকছেন। তারা হলেন- নাট্টুভাঙ্গমে শ্রীমতি কির্তী রামগোপাল, ভোকালে শ্রীমান নন্দকুমার উন্নিকৃষ্ণ, মৃদঙ্গে জনার্ধন রাও ও বাঁশিতে নিতিশ কানকাল। তাদের কর্ণাটকী বাদ্যযন্ত্রসহ সংগীত শিল্পীদের সরাসরি অংশগ্রহণেই নৃত্যশিল্পীরা পরিবেশন করবে একক প্রযোজনা। যা এ উৎসবে হয়ে উঠবে আরও প্রাণবন্ত।

বিজ্ঞাপন

আয়োজনটি নিয়ে ‘সাধনা’ ও ‘কল্পতরু’র প্রধান লুবনা মারিয়াম সারাবাংলাকে বলেন, ‘আমরা ২৭ বছর ধরে শিল্পীদের শিল্পমাধ্যমে সহায়তা করছি। এখন আমাদের মনে হচ্ছে যে, আমরা তো প্রশিক্ষণ দেই, কিন্তু মঞ্চে নৃত্য পরিবেশনাটাও প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুনদের শিল্পী হওয়ার জন্য যে প্লাটফর্ম দরকার, সেটা আমরা দিতে চাই। মূলত নবীনদের সুযোগ দেয়াটাই এর মুখ্য উদ্দেশ্য।’

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই উৎসব সবার জন্য উন্মুক্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর