Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে প্রতিবেশীর দায়ের কোপে সহোদরের মৃত্যু


২৯ নভেম্বর ২০১৯ ২১:০২

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় প্রতিবেশীর দায়ের কোপে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সহোদর হলেন, দীপঙ্কর তঞ্চঙ্গ্যা (২৫) ও শ্রীকান্ত তঞ্চঙ্গ্যা (২২)। আহত হয়েছেন, সোনাবালা তঞ্চঙ্গ্যা (৩১) ও প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৮)। তাদের কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান (মিশন) হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, তারা একই পরিবারের সদস্য।

বিজ্ঞাপন

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানিয়েছেন, সন্ধ্যায় গরু বাগানে ঢুকে ফসল নষ্ট করেছে— অভিযোগ তুলে লক্ষ্মীদয় মারমা নামে এক ব্যক্তি দা হাতে স্বপন তঞ্চঙ্গ্যার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন। এসময় দায়ের কোপে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, লক্ষ্মীদয় মারমা পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা জানান, আমার বাড়ির পাশেই এই ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক। আমার জানা মতে, বিলাইছড়িতে এ ধরনের ঘটনা এই প্রথম।

দায়ের কোপে মৃত্যু সহোদর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর