চুয়াডাঙ্গা থেকে ‘আল্লাহর দলের’ তিন সদস্য আটক
২৯ নভেম্বর ২০১৯ ২২:০৯
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহর থেকে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৬ একটি দল। শুক্রবার (২৯ নভেম্বর) র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ আলম সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়। এরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার কূলচারা গ্রামের শামসুল হুদার ছেলে রুহুল আমিন (৪০), গোপীনাথপুর গ্রামের মৃত আফজাল মণ্ডলের ছেলে কলম মণ্ডল (৩৮) ও ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নূর ইসলাম পাখি (৩৮)।
মাসুদ আলম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তাদের সাত থেকে আটজন সহযোগী পালিয়ে গেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করতে তারা বৈঠকে বসেছিলেন।