Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার পর আরও এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার


৩০ নভেম্বর ২০১৯ ১০:১৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ১০:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের হায়দ্রাবাদে এক পশু চিকিৎসককে ধর্ষণের পর তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর ঘটেছে এই ঘটনা। নৃশংস এই হত্যাকাণ্ডের রেশ না কাটতেই আরেক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। দুটি ঘটনাই  শমশাবাদ এলাকায়।

শনিবার (৩০ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য দেওয়া হয়।

পুলিশ জানায়, দ্বিতীয় মরদেহটি এখনো শনাক্ত করা যায়নি। পোস্টমর্টেম রিপোর্টের জন্য সেটি হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে না।

এর আগে, ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) কালভার্টের নিচে এক পশু চিকিৎসকের দগ্ধ মরদেহ পাওয়া যায়। আগের দিন তিনি নিখোঁজ হয়েছিলেন। তাকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার অভিযোগে পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত  করতে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কৌঁসুলিরা।

বিজ্ঞাপন

নিহত তরুণীর ছোট বোন পুলিশকে বলেন, বুধবার রাত ৯টা ২২ মিনিটে তার বোন তাকে ফোন করে জানান তিনি একটি টোল প্লাজায় দাঁড়িয়ে আছেন। তার স্কুটারটি খারাপ হয়ে গেছে। কেউ একজন তাকে সাহায্য করতে চায়। এরপরই নিখোঁজ হন ওই তরুণী। পরে তার দগ্ধ মৃতদেহ পাওয়া যায় স্থানীয় কলভার্টের নিচে।

ধর্ষণের পর হত্যা পুড়িয়ে হত্যা ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর