অ্যামাজনে অগ্নিসংযোগে টাকা দিয়েছেন ক্যাপ্রিও: বলসোনারো
৩০ নভেম্বর ২০১৯ ১২:২৭
চলতি বছর ভয়ংকর দাবানলের কবলে পড়ে ব্রাজিলের রেইনফরেস্ট অ্যামাজন। ক্ষতিগ্রস্ত অ্যামাজনের জন্য পরিবেশবাদী হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ৫ লাখ ডলার অনুদান দেন।
তবে ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারো দাবি করছেন ক্যাপ্রিও নাকি অ্যামাজনে অগ্নিসংযোগে টাকা দিয়েছেন! খবর হিন্দুস্থান টাইমসের।
কথা প্রসঙ্গে জাইর বলসোনারো এক বক্তৃতায় বলেন, ক্যাপ্রিও ‘কুল’ তাই না? অগ্নিসংযোগের জন্য টাকা দেন।
প্রসঙ্গত, দাবানল নেভানো উদাসীনতা দেখানোয় বলসোনারোর সমালোচনা করেন পরিবেশবাদীরা। তবে ক্যাপ্রিও তাকে কিছুই বলেননি। অ্যামাজন সংরক্ষণের প্রয়োজনীয়তা জানিয়ে তিনি শুধু ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের মাধ্যমে অনুদান দিয়েছেন। ব্রাজিল প্রেসিডেন্ট কেন হলিউড অভিনেতার ওপর ক্ষেপলেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ক্যাপ্রিওর পক্ষ থেকে এখনো এ ব্যাপারো কোনো প্রতিক্রিয়া আসেনি।