Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ বছরের মধ্যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বনিম্ন


৩০ নভেম্বর ২০১৯ ১৪:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। ২০১৯-২০ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে মাত্র ৪.৫ শতাংশ। ২০১৩ সালের জানুয়ারি-মার্চের পর এই প্রথম দেশটির প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নামল। সে সময় এ হার ছিল ৪.৩ শতাংশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এ হার ছিল ৭ শতাংশ। তবে ২০১৯-২০ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেমে আসে ৫ শতাংশে।

অর্থনীতিবিদদের ধারণা ছিল চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রবৃদ্ধির হার নেমে দাঁড়াবে ৪.৭ শতাংশে। কিন্তু বাস্তব পরিসংখ্যান আর নিচে নেমেছে।

বিজ্ঞাপন

ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে গত কয়েকমাসে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। দেশি বিনিয়োগকারীদের ওপর অধিক কর প্রত্যাহার থেকে শুরু করে কর্পোরেট কর কমানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, প্রবৃদ্ধি আরও কমতে পারে। কিন্তু এটা মন্দা নয়।

অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর