নেদারল্যান্ডসের হেগের একটি ব্যস্ত সড়কে ৩ ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনায় কোনো সন্দেহভাজনকে এখনো আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৯ নভেম্বর) হাডসন বে স্টোরের সড়কে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
ঘটনার ভিডিওতে দেখা যায়, ব্ল্যাক ফ্রাইডেতে যেসব দোকানিরা প্রস্তুতি নিচ্ছিলেন, তারা দৌড়ে পালিয়ে যাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
যারা ঘটনা প্রত্যক্ষদর্শী তাদের এ ব্যাপারে তথ্য দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ট্র্যাকিং স্যুট পরিহিত ৪৫-৫০ বছর বয়স্ক এক ব্যক্তি এই হামলা চালিয়েছেন। যদিও পুলিশ পরবর্তীতে এ ব্যাপারে সংশয় জানিয়েছে।