Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরে সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক যোগ দেবে: স্বাস্থ্যমন্ত্রী


৩০ নভেম্বর ২০১৯ ১৭:০৬

মানিকগঞ্জ: আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে যোগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত চার মাসে দুই হাজার চিকিৎসককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়ানোর পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবাও দেবেন।এতে করে হাসপাতালগুলোতে আর চিকিৎসক সংকট থাকবে না। জনগণের সেবার জন্য চিকিৎসকদের চাকরি দেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে পনের তলা বিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যান্সার চিকিৎসা করা হবে এবং পরে কিডনি রোগের চিকিৎসার অনুমোদন দেওয়া হবে। কারণ কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য ঢাকায় যেতে হয়। ডায়ালিসিস করতে গিয়ে অনেক সময় গরীব মানুষ নিঃস্ব হয়ে যায় এবং অনেকে মারাও যান। এ কারণে প্রতিটি জেলায় দশ বেডের কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশে এখন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগামীতে ডেঙ্গু মোকাবিলার জন্য স্বাস্থ্যবিভাগ সব ধরনের প্রস্ততি নিয়ে রেখেছে। তবে এডিস মশা নির্মূলের জন্য সিটি করপোরেশন ও পৌরসভাকে সঠিক সময় তাদের দায়িত্ব পালন করেত হবে।’

এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তার, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নতুন চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর