Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবন্দিদের হয়রানিমুক্ত আইনি সহায়তা নিশ্চিতের তাগিদ


৩০ নভেম্বর ২০১৯ ১৯:৫৮

চট্টগ্রাম ব্যুরো: কারাবন্দি, দুঃস্থ, পাহাড়ি-বাঙালিসহ সকল নাগরিক আইনি সহায়তা পেতে যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখার জন্য বিচারসংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা কারাগারে ‘কারাবন্দিদের মাঝে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রম’ বিষয়ক সচেতনতা সভায় মন্ত্রী এ আহ্বান জানান। বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটি এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন, ‘বান্দরবান জেলায় নিয়মিত লিগ্যাল এইড অফিসার পদায়ন করা হচ্ছে। এর ফলে সরকারের আইনি সহায়তা কাজে গতি এসেছে। এই ধারা বজায় রাখতে হবে। কারাবন্দিরা যাতে সর্বোচ্চ আইনি সুবিধা পান, কোনোভাবেই যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। একইসঙ্গে দুঃস্থ-অসহায়, পাহাড়ি-বাঙালি সবাই যেন সরকারের আইনি সুবিধাটা সঠিকভাবে পান, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। লিগ্যাল এইড অফিসের সঙ্গে সরকারী প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।’

বিচারের ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘অভিযোগকারীর অভিযোগ এবং অভিযুক্তের শাস্তি- সকল ক্ষেত্রে ন্যায়বিচার যাতে নিশ্চিত হয়।’

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বান্দরবানের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবু রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন অং সৈ প্রু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম, পাবলিক প্রসিকিউটর জয়নাল আবেদীন ও স্বপন কুমার চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ আবুল কালাম।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোহাম্মদ হাসান, বেগম কামরুন্নাহার, আনিসুর রহমান এবং সিনিয়র সহকারী জজ ঝুমু সরকার।

যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম নিশাত সুলতানার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী ও ভারপ্রাপ্ত জেল সুপার কামরুল হোসেন চৌধুরী। এসময় মন্ত্রীর সামনে কারাবন্দিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কারাবন্দি চট্টগ্রাম পার্বত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর