চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার
১ ডিসেম্বর ২০১৯ ০১:৩৮
চট্টগ্রাম: ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি আবাসিক হলে এক যোগে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় কিছু দেশীয় ধারালো রামদা, লোহার রড, স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা হয় নি।
শনিবার (৩০ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মুশিউর-দোলা রেজা।
তিনি বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের চারটি হলে তল্লাশি করা হয়েছে। হলগুলো হলো সোহরাওয়ার্দী হল, শাহ আমানত, শাহ জালাল হল ও শহীদ আব্দুর রব হল। তল্লাশির সময় শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী হল থেকে বেশকিছু হাতের তৈরি রামদা, লোহার রড, লাঠিসোটা ও ৩-৪ বস্তা পাথর উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য এই তল্লাশি চালানো হয়।
উল্লেখ্য, ২৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুর রব হলের টেলিভিশন রুমে মিটিং করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সাত কর্মী আহত হন। এ ঘটনায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে হাটহাজারী থানায় অভিযোগ করেছে।