Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চান্দিনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু


১ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৩

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত দেলোয়ার পেশায় একজন ডাকাত ছিলেন।

শনিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটার দিকে চান্দিনার তুলাতলী গ্রামের কড়ই তলায় এ ঘটনা ঘটে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, গতরাতে চান্দিনার তুলাতলী গ্রামের কড়ই তলায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালাম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঐ স্থানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চান্দিনা উপজেলার ফতেহপুর গ্রামের আবদুল বারেকের ছেলে ডাকাত দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যান। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন বলেও জানান তিনি। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি ও বাড়ি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নিহত দেলোয়ারের বিরুদ্ধে চান্দিনা থানায় অস্ত্র ও ডাকাতির সাতটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ডাকাত নিহত বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর