৩ কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক
১ ডিসেম্বর ২০১৯ ১৭:১২
ঢাকা: রাজধানীর তিন ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ ডিসেম্বর) কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
অভিযুক্ত কাউন্সিলরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন তিতু, ৩১ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর) শফিকুল ইসলাম সেন্টু এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু।
এই ৩ কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখল ও বিদেশে অর্থপাচারসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।