লন্ডন ব্রিজে ছুরিকাঘাত, আইএসের দায় স্বীকার
১ ডিসেম্বর ২০১৯ ১৭:২৫
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলার সঙ্গে তারা সম্পৃক্ত। তাদেরই একজন যোদ্ধা এই হামলা চালিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি আইএস। সংগঠনটির মুখপাত্র আমাক নিউজ এজেন্সির বরাতে একথা জানায় জঙ্গি নরজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
আইএস বিবৃতিতে উল্লেখ করে, লন্ডনে যে ব্যক্তি হামলা চালিয়েছেন তিনি ইসলামিক স্টেটের যোদ্ধা। প্রতিপক্ষ সামরিক জোটের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, লন্ডন ব্রিজে ছুরিকাঘাতের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। সন্ত্রাসী নামের তালিকায় থাকা হামলাকারী উসমান খানকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে পুলিশ। তিনি আল কায়েদার ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন।