Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়ে সন্তুষ্ট বাসচাপায় নিহত রাজীবের মা


১ ডিসেম্বর ২০১৯ ১৮:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দিয়া খানম ও আব্দুল করিম রাজীব নিহতের ঘটনায় তিন আসামির যাবজ্জীবন দেওয়ার খবর শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজীবের মা মহিমা বেগম।

রোববার (১ ডিসেম্বর) রায়ের পর মোবাইল ফোনে কথা হয় রাজীবের খালাত ভাই মেহেরাজ উদ্দিনের সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘আজ রায় হবে, তা গতকাল পত্রিকায় দেখেছি। রায়ের কথা শুনেছি সাংবাদিকদের মাধ্যমে। রাজীবের মা অসুস্থ থাকায় রাজধানীর দক্ষিণ খান এলাকায় আমার বাসায় এসেছেন। রায় হবে শুনে সকাল থেকেই তার মা কাঁদছিলেন। রায় শুনে কান্না থামিয়েছেন। এই রায়ে তিনি সন্তুষ্ট।’

বিজ্ঞাপন

মেহেরাজ আরও বলেন, ‘রাজীবের মা অসুস্থ থাকায় আদালতে যেতে পারেনি। আমরা বরাবরই বলে আসছিলাম, ঘাতকদের যাতে শাস্তি হয়। এর আগে প্রধানমন্ত্রীর কাছে যখন গিয়েছিলাম তখনও আমরা বলে এসেছি, এই মামলায় আসামিদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’

অন্যদিকে দিয়া খানমের বাবাও আদালতে আসেননি। কেন আসেননি জানতে চেয়ে তাকে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

বাসাচাপায় মায়ের সন্তুষ্টি রাজীব শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর