শিশু ধর্ষণ মামলা: দোকান মালিকের যাবজ্জীবন
২ ডিসেম্বর ২০১৯ ০৩:২০
ঢাকা: পল্লবী থানা এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আমেনা ভ্যারাইটিজ নামের দোকানের মালিক মো. আকবরকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিশু তার নানীর সাথে পল্লবী এলাকায় বসবাস করতো। ২০১৭ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চকলেট নিতে শিশুটি মুদি দোকানে যায়। আসামি আকবর চকলেট না দিয়ে তাকে কিছু বাজার দিয়ে তার বাসায় পাঠায়। এসময় আসামিও তার পেছনে যায়। পরে বাসায় গিয়ে আসামি শিশুটিকে ধর্ষণ করে।
ওই ঘটনায় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর শিশুটির নানী মামলাটি দায়ের করেন।
২০১৮ সালের ৩১ মার্চ মামলাটি তদন্ত করে পল্লবী থানার সাব-ইন্সপেক্টর রবিউল আউয়াল আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ৯ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলাটির বিচারকাজ চলাকালে আদালত চার্জশিটভূক্ত ৯ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পল্লবী মামলা শিশু ধর্ষণ