Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্রলীগ একাংশের ডাকা অবরোধ শিথিল


২ ডিসেম্বর ২০১৯ ১২:০২ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ শিথিল করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা পূর্ব-নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় চবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সিএফসির গ্রুপের নেতা রেজাউল হক রুবেল সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আসবেন তাই অবরোধ শিথিল করা হয়েছে। রাষ্ট্রপতি চলে যাওয়ার তিনদিন পরে যদি সমাধান না হয় আবার আন্দোলনে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন রুবেল।’

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, আন্দোলনকারীরা মৌখিকভাবে অবরোধ শিথিল করেছে। উপাচার্যের সঙ্গে বসে চূড়ান্তভাবে প্রত্যাহার করবে। সবধরনের ক্লাস,পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। শাটল ট্রেনও স্বাভাবিকভাবে চলাচল করবে।

অবরোধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর