Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিলনাড়ুতে অতিবৃষ্টি, ছাদ ও দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু


২ ডিসেম্বর ২০১৯ ১৩:৫২ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১৪:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের তামিলনাড়ুতে অতিবৃষ্টির ফলে মেত্তুপালায়ামের নাদুর গ্রামে টালির ছাদ ও দেয়াল ধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশুসহ চারজন একই পরিবারের সদস্য রয়েছেন। রোববার (১ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার এন্ড রেসকিউ সার্ভিসের বরাতে এ খবর জানিয়েছে দ্য হিন্দু।

কইম্বাটোরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একটি পরিবার ও কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আহতদের চিকিৎসা এবং মৃতদের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, কম্বাইটোরের কালেক্টর কে. রাজামনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মৃতদের পরিবারের সাথেও কথা বলেছেন। এসময় রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনায় মৃতদের পরিবারকে জনপ্রতি চার লাখ রুপি করে দেওয়ার ঘোষণা গণমাধ্যমের সামনে প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

ওই কালেক্টর আরও বলেন, নাদুর গ্রামের বাকি বাসিন্দাদের জন্য যেন ত্রাণ সুবিধা নিশ্চিত করা হয়। এছাড়াও মেত্তুপালায়ামের তহশিলদারকে তিনি নির্দেশ দিয়েছেন একটি অভিযোগ দায়ের করতে, তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করবে।

অতিবৃষ্টি ছাদ তামিলনাড়ু দেয়াল ধস ভারত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর