ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নার্সিং কলেজে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার কাছ থেকে বেশকিছু জাল সনদ ও চিকিৎসকদের নামে বানানো ভুয়া সিল-প্যাড জব্দ করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের সদস্য মো. আরিফকে আটক করা হয়। আটক আরিফ ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী।
র্যাব-৩ এর মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট ও সিল-প্যাড বিক্রি করতেন আরিফ।
র্যাব কর্মকর্তা বলেন, ‘এ জালিয়াতি চক্রে অনেকেই জড়িত আছেন। আমরা একজনকে ধরতে পেরেছি। বাকিদেরও ধরা হবে। এছাড়া সনদ জালিয়াতিতে হাসপাতালের ঊর্ধ্বতন কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করা হবে।’
মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। বাকিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।