মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে অধ্যক্ষ সিরাজসহ ৪ জনের আপিল
২ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৭
ঢাকা: ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ চারজন খালাস চেয়ে আপিল করেছেন।
সোমবার (২ ডিসেম্বর ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল আপিল দায়ের করেন।
ফেনীর সোনাগাজী মাদরাসা থেকে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ অন্য আসামিরা হলেন নুরুদ্দিন, জাবেদ হোসাইন ও উম্মে সুলতানা পপি।
আইনজীবী ফয়সাল সারাবাংলাকে জানান, এ চার আসামি তাদের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন। আগামী রোববার হাইকোর্টের যে কোনো বেঞ্চে মামলাটি উপস্থাপন করা হবে।
নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় গত ২৪ অক্টোবর প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামির সবাইকেই মৃত্যুদণ্ড দেন আদালত।
নুসরাত হত্যা মামলার নথি ডেথ রেফারেন্স আকারে গত ২৯ অক্টোবর হাইকোর্টে আসে।
ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠাতে হয়।
ফেনীর সংশ্লিষ্ট আদালতের স্টানোগ্রাফার সামসুদ্দিন পুলিশ পাহারায় নথি হাইকোর্টে নিয়ে আসেন। পরে হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা (আদান-প্রদান) কে এম ফারুক হোসেন নথি বুঝে নেন।