Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জেল অস্বাভাবিক কিছু নয়:‌ মেনন


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৮

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পাকিস্তানপ্রেমী খালেদা জিয়ার জেল অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাস্তুহারা লীগ আয়োজিত ‘কারাগারের রোজ নামচা আন্দোলন সংগ্রামে ভূমিহীন বাস্তুহারা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ মন্তব্য করেন।

সমাজকল্যাণ মন্ত্রী ব‌লেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির দায়ে তার পদ হারিয়েছেন। পাকিস্তানের দুর্নীতি দমন ব্যুরো নওয়াজ শরীফকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। বিভিন্ন দেশে দুর্নীতিগ্রস্ত নেতাদের বিচার হচ্ছে। দুর্নীতির দায়ে খালেদা জিয়ার জেলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।’

রাশেদ খান বলেন, ‘খালেদা জিয়ার কাছে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা পাঠানো উচিত। তাহলে তিনি বুঝতে পারবেন বঙ্গবন্ধুর আমলে রাজনীতি ও কারাগারের পরিস্থিতি কেমন ছিল। কারাগারে থেকে তিনি বাসার সুবিধা নিচ্ছেন। কারাগারে ব্যক্তিগত পরিচারিকা নিয়েছেন। কিন্তু খালেদা জিয়া ফখরুদ্দিন- মইনুদ্দিনের আমলে কারাগারে ব্যক্তিগত পরিচারিকা নেননি।’

তি‌নি আ‌রও ব‌লেন, ‘আগামীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ হবে ইন্দোনেশিয়ার মতো। সেখানে ১০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসলে দেশে হত্যাযজ্ঞ চালাবে। কারণ সরকার যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের মধ্য দিয়ে সরকার তাদের কলিজায় হাত দিয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি নরুদ্দিন খানের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এমএমএইচ/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর