Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার দেখা না পেয়ে কষ্ট নিয়ে ফিরছেন কর্মীরা


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৪

আরিফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: কারাগারে বন্দি থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে হতাশ হয়ে ফিরছেন তার অনুসারী নেতা-কর্মীরা। প্রতিদিন বিভিন্ন প্রকারের ফল, শুকনো খাবার নিয়ে কারা ফটকে আসছেন তারা। কিন্তু কারা কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে তাদের ফিরতে হচ্ছে মলিনমুখে।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর থেকেই নাজিমউদ্দীন রোডের কারাগারে রয়েছেন খালেদা জিয়া। শনিবার তার কারাবাসের দশম দিন। এ সময়ের মধ্যে খালেদার সিনিয়র ৫ জন আইনজীবী ও পরিবারের কয়েকজন সদস্য ছাড়াও আর কেউ কারাগারে খালেদা জিয়ার সাক্ষাৎ পাননি।

যদিও দলের নেতাকর্মীরা শুরু করে প্রতিদিনিও কারা ফটকের সামনে ভিড করছেন অনেকেও। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, চাইলেই কারাবন্দি কারো সঙ্গে সবসময় তার স্বজন কিংবা শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে পারে না। তাই যখন-তখন দেখা করানো সম্ভব না। নিয়মের বাইরে তারা কিছু করতে চান না।

গত ১৩ ও ১৪  ফেব্রুয়ারি আফরোজা আব্বাস খালেদা জিয়ার সাথে ফল নিয়ে দেখা করতে এসে ফিরে যান। কারা ফটকের সামনে ফিরে যাওয়ার সময় অনেক ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, কারা কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিচ্ছেন না।

খালেদা জিয়াকে মা বলে অভিহিত করে তিনি বলেন, ‘আমাদের মা কেমন আছেন আমরা জানি না।’

এর কিছুদিন আগে মহিলা দলের কয়েকজন সদস্য ফল নিয়ে নেত্রীকে দেখতে এসে ভারাক্রান্ত মন নিয়ে ফিরে গেছেন।

তার একদিন আগে খালেদার বেশ কয়েকজন আইনজীবী সাক্ষাৎ না পেয়ে কারা ফটকের সামনে দাঁড়িয়ে ফিরে গেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার কারা ফটকের সামনে রিজভী হাওলাদার নামে এক বিএনপি কর্মী ফল নিয়ে দেখতে এসেও ফিরে যান।

সারাবাংলা/এআই/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর