ঢাকা: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদলের কাউন্সিল আয়োজন করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত। রুলে আদালত অবমাননার অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, ২৮ জানুয়ারির মধ্যে সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি গতকাল রোববার (১ ডিসেম্বর) এ আদেশ দিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়েছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদলের কাউন্সিল আয়োজন করা হয়— এমন অভিযোগ তুলে ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের মিস মামলার শুনানি শেষে রোববার আদালত এ আদেশ দেন।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের আবেদনে সংগঠনের কাউন্সিলর আয়োজনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের ওই অস্থায়ী নিষেধাজ্ঞা না উঠলেও ২৩ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় অনুষ্ঠিত হয় ছাত্রদলের কাউন্সিল। তাতে ফজলুর রহমান খোকন সভাপতি ও মো. ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ফাইল ছবি