Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মাটিকাটায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, গুরুতর আহত ২


৩ ডিসেম্বর ২০১৯ ০০:৪০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ০০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমরাব (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে সেখানে বাইসাইকেল চালক জহিরুল হকের মৃত্যু হয়। তিনি সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। এছাড়া আহত দুজন হলেন মেহেদী ও শেখ সাদী।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল আহমেদ জানান, ক্যান্টনমেন্টের সামনে মাটিকাটা ফ্লাইওভারের ঢালে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী জহিরুল হক ছিটকে পড়েন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়লে মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। পরে তিনজনকে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনা সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর