রায়সাহেব বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক
৩ ডিসেম্বর ২০১৯ ০৩:০৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ০১:৪৯
ঢাকা: রাজধানী পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে ট্রাকের ধাক্কায় সুফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
সুফিয়া বেগমের ছেলে আমজাদ হোসেন জানান, তাদের বাসা ওয়ারীর গোয়ালঘাট এলাকায়। তিনি প্রতিদিন সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে শরবত খেতে যেতেন। রায়সাহেব বাজার মোড়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন। কতোয়ালী থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যায়। পরে ঢামেক হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।