জামালপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি সদস্যের মৃত্যু
৩ ডিসেম্বর ২০১৯ ১২:৩৬
জামালপুর: জামালপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতের (৪০) মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোররাতে ইসলামপুরে যমুনার দুর্গমচর কুঠিয়ারচরে এ ঘটনা ঘটে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত মোহাম্মদ আলী বেলগাছা ইউপির সাবেক সদস্য। তিনি পেশায় একজন ডাকাত ছিলেন। তাকে গ্রেফতারের পর রাত সাড়ে ৩ টায় তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কুঠিয়ারচরে যায় পুলিশের একটি দল। এসময় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে ফেরার সময় তার সহযোগিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে গুলিতে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। আহত হন পুলিশের তিন সদস্য।
নিহত মোহাম্মদ আলী ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের প্রজাপ্রতিচরের নজর প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে জামালপুর ও গাইবান্ধা থানায় হত্যা ও ডাকাতিসহ ১১ টি মামলা রয়েছে।
পরে মোহাম্মদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।