Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্টকার্ড অপব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হাছিনা গাজীর পরামর্শ


৩ ডিসেম্বর ২০১৯ ১৩:৫১

নারায়ণগঞ্জ: স্মার্ট জাতীয় পরিচয়পত্রের অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার বরপা এলাকায় হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

বিজ্ঞাপন

হাছিনা গাজী বলেন, ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্রে একজন নাগরিকের জীবনের সব বৃত্তান্ত দেওয়া আছে। এতে একজন নাগরিকের প্রকৃত পরিচয় পাওয়া যাবে। এ জাতীয় পরিচয়পত্র যাতে কেবল ভোটারের জন্য নয়, বহুবিধ ব্যবহার যেন হয়, সে সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাছিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। নাগরিক হিসাবে সঠিক সেবাটা ঠিকমতো নেওয়ার জন্য এই পরিচয়পত্র।’

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, তারাবো পৌরসভার কাউন্সিলর হাজী আশরাফুল ইসলাম, তারাবো পৌরসভার কাউন্সিলর আসমা আক্তার, তারাবো পৌরসভা যুবলীগের যুগ্মসম্পাদক জাকারিয়া মোল্লা, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল গাফ্ফার রাসেলসহ অনেকে।

জাতীয় পরিচয়পত্র মেয়র হাছিনা গাজী স্মার্টকার্ড হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর