Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ী থেকে ৩ ছিনতাইকারী গ্রেফতার


৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী গোলচত্বর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাশন ব্যাটালিয়ন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) র‍্যাব-১০ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা হচ্ছে- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর কাজল ব্যাপারী (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মো. মেহেদী শিকদার (২০) ও শেরপুর জেলস সদরের মো. ইমন হাসান (২২)। এসময় তাদের কাছ থেকে ৩টি চাকু, ৩টি ব্লেড, নগদ ৭৫০ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, যাত্রাবাড়ী এলাকায় একটি ছিনতাইকারী চক্র ছিনতাইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। র‌্যাবের গাড়ি সেখানে গেলে চক্রটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গোলচত্বর থেকে তিনজনকে আটক করা হয়।’ তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ছিনতাইকারী যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর