বদলি অনিয়ম প্রতিরোধেরই অংশ: অ্যাটর্নি জেনারেল
৩ ডিসেম্বর ২০১৯ ১৫:১৯
ঢাকা: অনিয়মের অভিযোগে আপিল বিভাগের এফিডেভিট শাখার কর্মকর্তা-কর্মচারীদের বদলি অনিয়ম প্রতিরোধেরই অংশ বলেই মনে করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার (৩ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যখন কোন প্রতিষ্ঠানে দুর্নীতি ঢুকে যায় তখন সেই দুর্নীতি রোধের জন্য কতগুলো পদক্ষেপ নিতে হয়। প্রধান বিচারপতি গতকালও বলেছেন, ওনি কঠোর হাতে এগুলো দমন করার চেষ্টা করছেন। আমি মনে করি এ বদলিগুলো তারই একটি অংশ হবে।’
অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনিয়মের চিত্রগুলো কি আমি বিভিন্ন সময়ে ওপেন কোর্টে প্রধান বিচারপতিকে অভ্যর্থনা দেওয়া হয় তখনই বলেছি। দুই জন বিচারপতির অভ্যর্থনা অনুষ্ঠানে বিস্তারিত বলেছি, সেগুলো আপনারা শুনেছেন। সেগুলো বারবার রিপিট করতে চাই না।’
সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার সব কর্মীকে বদলি
উল্লেখ্য, অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের ফাইলিং এফিডেভিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। এফিডেভিট শাখার অনিয়ম নিয়ে প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশের একদিন পরই বদলির এ আদেশ দেওয়া হলো।