‘দেশে আইএসের কোনো ঘাঁটি কিংবা সংঘবদ্ধ চক্র নেই’
৩ ডিসেম্বর ২০১৯ ১৮:৫১
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে আইএসের কোন ঘাঁটি কিংবা বড় কোনো সংঘবদ্ধ চক্র নেই। এই মতাদর্শের প্রায় সবাই ধরে পড়েছে। তবে মৃত্যুদন্ডপ্রাপ্তদের মাথায় কোথা থেকে আইএসএর লোগে সম্বলিত টুপি এলো সে বিষয়ে তদন্ত হবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের টুপি পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। টুপি পকেটে নিয়ে রেখেছে বা কীভাবে পেয়েছে সেটি না জেনে আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকা আসামিদের মাথায় আইএসর লোগোযুক্ত টুপির বিষয়ে তদন্ত হচ্ছে। টুপি কীভাবে আসল, জানার চেষ্টা করা হচ্ছে। কেউ না কেউ তো দিয়েছে । কে দিয়েছে সেটি আইনশৃঙ্খলা বাহিনী জানতে চায়। বন্দিকে যখন নিয়ে গেছে তখন জনগণের ভেতর দিয়েই গেছে। কারাগার থেকে এ টুপি সরবরাহ করা হয়নি, সে বিষয় কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আবার পুলিশ বলছে, তারাও এটা সরবরাহ হতে দেখেনি। কীভাবে তাদের হাতে টুপি গেল, তা তদন্ত না করে বলা যাচ্ছে না।’
এ ঘটনা দেশের জন্য সর্তক সংকেত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি কোনো এলার্মিং বিষয় নয়। কাপড় মাথায় দিয়েছে। এতে সতর্কতার কিছু নেই। এরা সবাই হোম মেইড জঙ্গি। তারা সব সময় কানেকটেড হতে চেয়েছে। ঘটনার সময় আইএসও তাদের সংগঠন থেকে বলেছে।’