রাজধানীর মিরপুর থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার
৩ ডিসেম্বর ২০১৯ ২০:০৯
ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানার ২ নম্বর সেকশনের একটি বাসা থেকে ওই বাসার গৃহকর্ত্রী ও এক কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তাদের দু’জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ মিরপুর ২ নম্বর সেকশনের ২ নম্বর রোডের ৯ নম্বর বাসা থেকে ওই দুই মরদেহ দেখতে পায়।
পরে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহকর্ত্রী বৃদ্ধার নাম সাহেদা বেগম (৬৫) আর গৃহকর্মীর নাম সুমি (১৭)।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার সারাবাংলাকে বলেন, সোহেল নামে এক পালক ছেলে ছিল ওই বৃদ্ধার। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।