Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ


৩ ডিসেম্বর ২০১৯ ২০:১০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ২০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরারবর অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বন্ধু-বান্ধবসহ স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে প্রবেশ করছিলাম। ওই সময় পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়াজ আবেদিন পাঠান আমাকে খুব বাজেভাবে কটূক্তি করে। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি। তিনি আমার সঙ্গে তর্ক শুরু করেন, যা আমার জন্য খুবই অপমানজনক।’

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, ২৮ তারিখ আমার এক বান্ধবী ক্যাম্পাসে এসেছিল। তার সঙ্গে স্টেশনে একটা ফুচকার দোকানে যাচ্ছিলাম। দোকানে যাওয়ার সময় ওই ছেলে আমাকে নিয়ে কটূক্তি করে। তার সঙ্গে আমার পরিচয় আছে। খুব ভালো করে চেনে। আমি অভিযোগ দিয়েছি। স্যাররা বিবেচনা করে ছেলেটাকে যে শাস্তি দেবেন, সেটাই মেনে নেবো।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নিয়াজ আবেদন পাঠান সারাবাংলাকে বলেন, ‘আমি ওই মেয়েকে ব্যাক্তিগতভাবে চিনি না। কোনোদিন দেখিওনি। হয়তো সে আমাকে চেনে। রাস্তাঘাটে চলার পথে আমার কথা তার কাছে খারাপ লেগেছে। তাই অভিযোগ দিয়েছে। যেহেতু অভিযোগ দিয়েছে, আমি ব্যাক্তিগতভাবে সরি বলেছি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসানা সারাবাংলাকে বলেন, এরকম একটি অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে অভিযোগ পাঠিয়েছি। পরে তারা এ বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শিক্ষার্থীকে যৌন হয়রানি