Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল থেকে ৩২ বাংলাদেশি আটক


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

বেনাপোল: অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর বেনাপোল থেকে শিশুসহ ৩২ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুটখালী, দৌলতপুর এবং আমড়াখালী চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এদের মধ্যে ১০ জন শিশু, ১০ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। আটককৃতরা বাগেরহাট,খুলনা, গোপালগজ্ঞ,সাতক্ষীরা ও যশোর জেলার বাসিন্দা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে বেশ কিছু শিশু, নারী  ও পুরুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের তিনটি পয়েন্ট থেকে ওই ৩২ জনকে আটক করা হয়। এসময় দালাল চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। আটককৃদের বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর