সীতাকুণ্ডে সড়কের পাশে মরদেহ, গলায় ছুরিকাঘাতের চিহ্ন
৪ ডিসেম্বর ২০১৯ ১৬:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (০৪ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারি-হাটহাজারী লিংক রোডে বাংলাদেশ মিলিটারি একাডেমির অদূরে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।
মৃত রফিকুল ইসলামের (৪০) বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়। পেশায় দিনমজুর রফিক ভাটিয়ারিতে জনৈক রফিক সওদাগরের বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করেন বলে জানিয়েছেন ওসি।
ওসি ফিরোজ হোসেন সারাবাংলাকে বলেন, ‘লিংক রোডে কিছুটা নির্জন স্থানে রাস্তার পাশে রফিকের লাশ পড়েছিল। পথচারীরা দেখে সকাল ৮টার দিকে থানায় খবর দেন। আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। প্রথমে পরিচয় পাওয়া না গেলেও খবর পেয়ে তার স্ত্রী এসে লাশ শনাক্ত করেন। রফিকের গলায় ছুরির আঘাত আছে, তবে পুরোপুরি জবাই করার মতো না। স্ত্রী জানিয়েছেন, রাতে তিনি বাসায় ফেরেননি। ছুরিকাঘাতে রাতে কে বা কারা তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে গেছে বলে ধারণা করছি।’
মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।