সুদানে কারখানায় বিস্ফোরণ, ২৩ জনের মৃত্যু, আহত ১৩০
৪ ডিসেম্বর ২০১৯ ১৯:০২
সুদানের একটি সিরামিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৩০ জন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সুদানের রাজধানী খার্তুমের ওই কারখানায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণের পর এই দুর্ঘটনা ঘটে। খবর সিজিটিএন।
সরকারি কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, গ্যাস ট্যাংকার থেকে গ্যাস খালি করার সময় কারখানাতে আগুন ধরে যায়। এরপর সম্পূর্ণ কারখানা ভস্মিভূত হয়। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য জনগণের কাছে রক্ত আহবান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্যাংকার বিস্ফোরণের সময় প্রচন্ড শব্দে আশপাশ কেঁপে উঠেছিল।