Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০ সালে বাংলাদেশ থেকে বাড়তি ১০ হাজার মুসল্লি হজে যেতে পারবেন


৪ ডিসেম্বর ২০১৯ ২০:৪৯

ঢাকা: বাংলাদেশি হজযাত্রীদের জন্য কোটা বাড়িয়েছে সৌদি আরব সরকার। ফলে গত বছরের চেয়ে ২০২০ সালে অতিরিক্ত ১০ হাজার মুসল্লি হজের জন্য মক্কায় যেতে পারবেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে মক্কায় বাংলাদেশ-সৌদি আরবের প্রতিনিধি দলের মধ্যে হজচুক্তি বিষয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশি মুসল্লিদের জন্য কোটা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের হজ ও উমরা প্রতিমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত ও তার প্রতিনিধি দলের সদস্যরা।

এ বৈঠকে হজ এজেন্সিস অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাৎ হোসাইন তাসলিম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে হাব সভাপতি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মুসলিম জনসংখ্যার ভিত্তিতে দেশগুলোর জন্য প্রতিবছর কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব সরকার। গত বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুবিধা পেয়েছিলেন এক লাখ ২৭ হাজার মুসল্লি। এবার কোটা বাড়ানোয় এই সংখ্যা হবে ১ লাখ ৩৭ হাজার জন।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২০ সালের ১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে ২৫ জুন।

বাংলাদেশ সৌদি আরব হজযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর