Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি অ্যাটর্নি জেনারেলের


৫ ডিসেম্বর ২০১৯ ১১:২৫

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের আদালতে উচ্চবাচ্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই সঙ্গে প্রধান বিচারপতি বরাবর আবেদনে এজলাস কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুই নম্বর হলে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে তিনি এসব জানান।

বিজ্ঞাপন

একই সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি এ এম আমীন উদ্দিন বলেন, আজকে বেগম খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে তার আইনজীবীরা আদালত দখল করে যেভাবে অবস্থান নিয়েছেন আমরা তার তীব্র নিন্দা জানাই। এমন ঘটনা তিনি এর আগে কখনো দেখেননি উল্লেখ করে বলেন, তারা যে অভাবনীয় পরিস্থিতি তৈরি করেছে তাতে প্রমাণ হয় যে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। এ ঘটনা জানিয়ে প্রধান বিচারপতি বরাবর আবেদন করবেন বলেও জানান তিনি।

এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়।

শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মেডিকেল রিপোর্ট এবং শুনানির জন্য দুই সপ্তাহ সময় চান আদালতের কাছে। আদালত আগামী ১১ ডিসেম্বর মধ্যে মেডিকেল রিপোর্ট দাখিল এবং শুনানির জন্য ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত সময় দেন।

এ সময় খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বৃহস্পতিবারের (৫ ডিসেম্বর) মধ্যেই শুনানি করতে চাইলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উচ্চবাচ্য শুরু হয়। জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ, আগে তার জামিন দেন, প্রয়োজনে শুনানি পরে হোক।

বিজ্ঞাপন

তখন আদালত জানান আগামি বৃহস্পতিবার শুনবেন। এরপর বিএনপির আইনজীবীরা কোর্টে আবার উচ্চবাচ্য শুরু করেন।

কয়েক মিনিট ধরে এই অবস্থা চলার পর আপিল বিভাগের প্রধান বিচারপতিসহ ছয় জন বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। এ সময় আদালতে উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীরা শেইম শেইম বলে চিৎকার করতে থাকেন।

গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আকতারুজ্জামান। রায়ে খালেদা জিয়া ছাড়া অপর তিন আসামিকেও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে ৩০ এপ্রিল তা শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করেন হাইকোর্ট।

অ্যাটর্নি জেনারেল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর