Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল খালেদাকে আদালতে যেতে হচ্ছে না


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৫

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় রোববার ঢাকার বকশিবাজারের বিশেষ আদালতে হাজির করা হচ্ছে না। তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানিতে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হতে হবে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার আইনজীবীরা সারাবাংলাকে  এ তথ্য জানান।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, কারাগারে কোনো বন্দিকে অন্য মামলায় আদালতে আনতে  পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) দরকার হয়। কিন্তু  বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় সে ধরনের কোনো আদেশ নেই। তাছাড়া এ মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশও আছে।

এদিকে নাজিমউদ্দিন রোডের কারাগারে কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া সারাবাংলাকে বলেন,কারা কতৃপক্ষের সাথে কথা হয়েছে। তাদের কাছে হাজিরার পরোয়ানা এসেছে। কিন্তু এদিন বকশিবাজারের আদালতে বিডিআর বিদ্রোহের মামলার শুনানি আছে। তাই ডিসি প্রসিকিউসন জানিয়েছেন রোববার এ মামলার শুনানিতে খালেদা জিয়াকে আদালতে নেওয়া হবেনা। তবে খালেদা জিয়ার পক্ষে আদালতে আইনজীবীরা উপস্থিত থাকবেন।

সারাবাংলা/জেডএফ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর