চবিতে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
৫ ডিসেম্বর ২০১৯ ১৮:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ( ৫ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তীকে আহবায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর মো. আহসানুল কবীর ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩০ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ আবদুর রব হলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হাটহাজারী এগারমাইল এলাকায় দুইজন (একজন প্রাক্তন শিক্ষার্থী) শিক্ষার্থী কিছু সংখ্যক দুর্বৃত্তের হাতে আক্রান্ত হন। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি গাড়ি, প্রক্টরের একটি গাড়ি ও জিরো পয়েন্টে ওয়াচ টাওয়ার ভাঙচুর করা হয়।