ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬
৫ ডিসেম্বর ২০১৯ ২৩:৪০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং মোড়ে অবস্থিত ওয়ার্কশপটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়েছিলেন চট্টগ্রাম নগরীরর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা। তিনি সারাবাংলাকে বলেন, রাত ১১টা ১০ মিনিটে ওয়ার্কশপে কাজ করার সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শ্রমিক দগ্ধ