উপমন্ত্রীর নির্দেশে চবি ছাত্রলীগ একাংশের ডাকা অবরোধ স্থগিত
৬ ডিসেম্বর ২০১৯ ২০:০৫
চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে। ক্লাস, পরীক্ষাও পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে চবি শাখা ছাত্রলীগের সভপতি রেজাউল হক রুবেল সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নওফেল ভাইয়ের নির্দেশে উপাচার্য ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। সুমন নাছির ও আল নাহিয়ান রাফিকে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। তারা অবরোধ স্থগিত করেছে।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের টেলিভিশন রুমে মিটিং করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রাতেই এ নিয়ে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।
এরপর গত ১ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী থানার এগার মাইল এলাকায় সিএফসি গ্রুপের নেতা নাসির উদ্দিন সুমন ও আব্দুল্লাহ আল নাহিয়ান রাফিকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনার জন্য সিএফসি গ্রুপের নেতাকর্মীরা ভিএক্স গ্রুপের নেতাকর্মীদের দায়ী করে ক্যাম্পাস অনির্দিষ্টকাল অবরোধের ডাক দেয়। তবে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের চট্টগ্রামে সফর উপলক্ষে এই কর্মসূচি তিনদিনের জন্য শিথিল করা হয়েছিল।